রাজ্যের নানাপ্রান্তে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আজ আগরতলার রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস
আগরতলা : রাজ্যে বিভিন্ন প্রান্তে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বাসভবনের ঘেরা করতে যাচ্ছিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই। কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে।
এদিন ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, রাজ্য সরকারের শিক্ষা বিরোধী নীতির ফল স্বরূপ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে রাজ্যের ছাত্রছাত্রীদের জীবন অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রায় ৬০ জন আন্দোলনকারীদের আটক করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। পরর্বতী সময়ে তাদের ছেড়ে দেওয়া হবে।