বাংলাদেশে সংখ্য়ালঘু নির্যাতন সংক্রান্ত ছবিটা ঠিক কেমন?
সোমবার বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এনিয়ে মুখ খুললেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্যরা। তাঁরা জানিয়ে দিলেন বাংলাদেশে গত একবছরে সাম্প্রদায়িক হিংসা, নির্যাতন নিপীড়নের বহু ঘটনা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্য়ান তুলে ধরে তাঁরা জানিয়েছেন, সব মিলিয়ে এই সংখ্য়াটা প্রায় ১ হাজার ৪৫টি। আর এসব ক্ষেত্রে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন সংখ্য়ালঘুরাই। এমনকী তাঁদের মধ্য়ে ৪৫জনকে খুনও করা হয়েছে।
পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, বিগত বছরগুলোর সাম্প্রদায়িক হিংসার তুলনামূলক পর্যালোচনায় দেখা যায় হিংসার ঘটনার খুব বেশি হেরফের আজও হয়নি। ১৯৭০ সালের নির্বাচনের সময় বাংলাদেশে সংখ্য়ালঘু ছিল প্রায় ১৯ শতাংশ। এখন তা ৮.৬ শতাংশে নেমে এসেছে। স্বাধীনভাবে ধর্মচর্চার পরিবেশ একেবারেই সংকুচিত করা হয়েছে। উগ্রবাদীদের কারণে পুলিশি পাহারায় ধর্মীয় অনুষ্ঠান-উৎসবের আয়োজন করা হচ্ছে।
ঠিক কী ধরনের অত্যাচার নেমে আসে সংখ্য়ালঘুদের উপর?
সেই সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরা হয়েছে এই সাংবাদিক বৈঠকে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে সাম্প্রদায়িক হিংসায় হত্য়ার ঘটনা হয়েছে ৪৫টি। মরদেহ উদ্ধার করা হয়েছে ৭টি। ১০জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৩৬জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ৪৭৯জন হামলায় জখম হয়েছেন। ১১জনের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে। ১০২টি ক্ষেত্রে বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, লুঠপাট, হামলা, অগ্নিসংযোগের ঘটনা হয়েছে। ৪০টি ক্ষেত্রে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ১২টি ক্ষেত্রে অপহরণ, নিখোঁজ, জোর করে ধর্মান্তকরণের ঘটনা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগ সব মিলিয়ে ৮জনকে আটক করা হয়েছে। এমনকী সম্প্রতি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তাতে ৩২টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা হয়েছে। এককথায় একেবারে শিউরে ওঠার মতো ঘটনা।
এমনকী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল বাংলাদেশে সংখ্য়ালঘুদের সংখ্যা ক্রমশই কমছে। প্রসঙ্গত বাংলাদেশে সংখ্য়ালঘুদের মধ্য়ে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন রয়েছেন।
সব মিলিয়ে বাংলাদেশে সংখ্য়ালঘু নির্যাতনের যে ছবি সামনে এসেছে তা শিউরে ওঠার মতো। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালের নির্বাচনের সময় বাংলাদেশে সংখ্য়ালঘু ছিল প্রায় ১৯ শতাংশ। এখন তা ৮.৬ শতাংশে নেমে এসেছে। এখানেই প্রশ্ন কেন বাংলাদেশে সংখ্য়ালঘুদের সংখ্য়া কমে যাচ্ছে। তবে কি তাঁদের উপর অত্যাচারের জেরে তাঁরা বাংলাদেশ ছে়ড়ে যেতে বাধ্য হচ্ছেন। এই আশঙ্কাও ক্রমশ সামনে আসতে শুরু করেছে।