Manik saha
SHARE

আমরা স্বচ্ছতার সঙ্গে চিন্তাভাবনা করবো। যেভাবে স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ চালাচ্ছেন সেভাবেই আমরাও ত্রিপুরায় সরকার চালানোর জন্য চেষ্টা করবো। মানুষ কিন্তু বেশি কিছু চায় না। মানুষ চায় দুর্নীতির ঊর্ধ্বে উঠে যাতে সরকার কাজ করে। তবেই সরকার বেশিদিন টিকবে।

আমরা জোট আমল সম্পর্কে সবই জানি। মানুষ কমিউনিস্টদের হাত থেকেও নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেছিলেন। আর পশ্চিমবঙ্গের যা অবস্থা সেটা এখন মিনি পাকিস্তানে পরিণত হয়েছে। এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে উড়িষ্যা চলে এসেছে। আগামীতে পশ্চিমবঙ্গ ও কেরালাতে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতায় আসবে। 

“এক দেশ, এক বিধান, এক নিশান ও এক প্রধান” – এই চিন্তা-চেতনার পথিকৃৎ, ভারতীয় ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের রক্ষায় নিজের প্রাণের আহুতি প্রদানকারী, মহান রাষ্ট্রপ্রেমী, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ‘ভারত কেশরী’ শ্রদ্ধেয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩ তম জন্মজয়ন্তীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

শনিবার ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত মুল কার্যক্রমে সকল দলীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের উপস্থিতিতে শ্রদ্ধেয় মুখার্জির বর্ণময় জীবনের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী।


SHARE