VOICE24 news VOICE 24 voice24 1
SHARE

শিক্ষক বদলির প্রতিবাদে মেলাঘর – সোনামুড়া সড়ক অবরোধে বসল মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। ডিসিএম এর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় ছাত্রীরা। ছাত্রীদের বক্তব্য, মেলাঘর দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিষয়ক শিক্ষক সেন্টু মন্ডলকে মেলাঘর দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু এই প্রিয় শিক্ষকের বদলি ছাত্রীরা মানতে নারাজ। তাই তারা ঐ শিক্ষককে নিজের স্কুলে রাখার জন্য বুধবার মেলাঘর – সোনামুড়া সড়ক অবরোধে বসে ছাত্রীরা।

মেলাঘর থানার সামনে মূল সড়ক অবরোধে করে তারা । ছাত্রীদের অভিযোগ শিক্ষাবিজ্ঞান বিষয়ে একজন শিক্ষিকা এবং একজন শিক্ষক রয়েছে এই স্কুলে। কিন্তু তাদের প্রিয় শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে। এই প্রিয় শিক্ষককে পুনরায় এই বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবিতেই তাদের এই পথ অবরোধ। এদিকে অবরোধের কথা শুনে ছুটে আসেন মেলাঘর পৌরসভার সি ইউ তথা ডিসিএম। অবরোধকারী ছাত্রীদের তিনি বোঝানোর চেষ্টা করেছেন একজন শিক্ষিকা রয়েছেন।

আর একজন শিক্ষককে বদলি করা হয়েছে। পরিবর্তে অন্য আরেকজন শিক্ষক এখানে আসছেন। যেহেতু একজন শিক্ষিকা এখানে রয়েছেন সেই হিসেবে তাদের অবরোধে বসাটা যুক্তিসঙ্গত নয়। শিক্ষাবিজ্ঞান বিষয়ের কোন শিক্ষক কিংবা শিক্ষিকা যদি তাদের এই বিদ্যালয়ে না থাকতো তখন তাদের এই অবরোধের সঠিক মূল্যায়ন হতো। ডিসিএম এর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্রীরা। তবে তাদের রাস্তা অবরোধের কারণে দীর্ঘ ক্ষণ ধরে আটকে থাকে বিভিন্ন যানবাহন। যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ পথচারীদের।


SHARE