রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি বর্তমান সরকারের সহযোগিতা ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠছে। আগামী দিনে পর্যটন কেন্দ্র গুলোকে পর্যটকদের জন্য আরো কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় এরই লক্ষ্যে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরহিত্য করেন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং পর্যটন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী।
উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠক শুরু হওয়ার আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপীকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের ঐতিহ্যকারু শিল্প তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের পদাধীকারীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যটন দপ্তরের পদাধিকারীরা পর্যটন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী বেশ কিছু মূল্যবান পরামর্শ দেন পর্যটন ক্ষেত্র গুলোর উন্নয়নের লক্ষ্যে।