Modi-Putin meeting
SHARE

দুদিনের সফরে রাশিয়ায় নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আর সেখানে গিয়েই রাশিয়ার রাষ্ট্রপ্রধানের (Russian President Vladimir Putin) প্রশংসায় ভাসলেন তিনি। মোদি সে-দেশে পৌঁছনোর আগেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল ক্রেমলিন। পশ্চিমি দেশগুলিকে খোঁচা দিয়ে রাশিয়া বলেছিল, মোদি-পুতিনের এই সাক্ষাৎ নিয়ে তারা ঈর্ষান্বিত। রাশিয়ায় পৌঁছতে পুতিনের মুখ থেকে সরাসরি শুনলেন প্রশংসা। 

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়ায় গেলেন মোদি। আরও গুরুত্বপূর্ণ এই সফর, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বারবার ভারত গুরুত্ব দিয়েছে কূটনৈতিক আলোচনার উপর। কেনওদিনই রাশিয়ার বিপক্ষে কথা বলেনি ভারত। আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। 

রাশিয়া সফরের প্রথম দিনে মোদির জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয় পুতিনের বাসভবনে। সেখানে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। করমর্দন ও আলিঙ্গনের পর দুজনে বসেন আলোচনায়। সেখানেই একে অপরের অকুণ্ঠ প্রশংসা করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, নরেন্দ্র মোদি তাঁর পুরো জীবনই দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।  মোদিও বলেন, দেশের মানুষের কাছে তিনি কৃতজ্ঞ, তাঁদের সেবা করার আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। 


SHARE