দেশবাসীকে ট্রফি উৎসর্গ রোহিতের
ওয়াংখেড়েতে পৌঁছে রোহিত জানালেন, এই জয় শুধু ক্রিকেটারদের জয় নয়, এই জয় দেশবাসীর জয়। কারণ, তাঁদের মতোই দেশের ১৪০ কোটি মানুষ চেয়েছিলেন, ট্রফি খরা কাটুক। সেটা তাঁরা করতে পেরেছেন। দেশে ফিরে যে ভাবে মানুষের ভালবাসা তাঁরা পেয়েছেন তার জন্য়ও ধন্যবাদ জানিয়েছেন রোহিত।
বিরাট, রোহিতদের নাচ
ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে নাচলেন ভারতীয় ক্রিকেটারেরা। গানের তালে কোমর দোলালেন রোহিত, বিরাট, হার্দিকেরা। মাঠের মাঝে একটি মঞ্চ করা হয়েছে। তার সামনে চেয়ারে বসে ক্রিকেটারেরা। রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকেরা। ট্রফি রেখে জাতীয় সঙ্গীত গাইলেন তাঁরা। তাতে গলা মেলালেন দর্শকেরা।
দেশে ফেরার ১৩ ঘণ্টা পরে হুডখোলা বাসে ভারতীয় ক্রিকেটারেরা
অবশেষে জনসমুদ্র পেরিয়ে হুডখোলা বাসে উঠলেন ভারতীয় ক্রিকেটারেরা। এই বাসে চেপেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিত, বিরাটেরা। রাস্তা জুড়ে মানুষ। তাঁদের সরিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করছে পুলিশ।
ট্রফি হাতে বাসের সামনের আসনে হার্দিক
মুম্বই বিমানবন্দর থেকে বার হওয়ার সময় দেখা যায়, ট্রফি হার্দিক পাণ্ড্যের হাতে। বাসেও সামনের আসনে ট্রফি হাতে বসেছেন তিনি। বাস এগিয়ে চলেছে নরিম্যান পয়েন্টের দিকে। সেখান থেকে হুডখোলা বাসে ওয়াংখেড়ে যাবেন ভারতীয় ক্রিকেটারেরা।
ভারতীয় ক্রিকেটারদের বিমানকে দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট
ভারতীয় ক্রিকেটারদের বিমান মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয়। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা।