VOICE24 news VOICE 24 7
SHARE

কংগ্রেসকে আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘কংগ্রেসে থাকা কয়েকজন সহযোগীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ যখন থেকে (লোকসভা নির্বাচনের) ফলাফল বেরিয়েছে, তখন থেকে দেখছি যে একজন একা-একাই ঝান্ডা নিয়ে ছুটছিলেন। ওঁর দল তো ওঁকে সমর্থন করে না। আর উনি যে বলেছেন, সেটার জন্য ওঁনার মুখে ঘি-চিনি পড়ুক।কেন কংগ্রেসের নেতার উদ্দেশ্যে তিনি সেই মন্তব্য করছেন, তারও ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন,’ উনি বারবার বলতেন যে এক-তৃতীয়াংশ সরকার। এর থেকে বড় সত্য আর কী হতে পারে? আমাদের সরকার ১০ বছর পূর্ণ হয়ে গিয়েছে।

আরও ২০ বছর বাকি আছে। অর্থাৎ আমরা এক-তৃতীয়াংশ সময় কাটিয়ে ফেলেছি। এখনও দুই-তৃতীয়াংশ সময় বাকি আছে।মোদী রাজ্যসভায় যখন কথা বলতে শুরু করেন, তখন বিরোধীরা হট্টগোল শুরু করেন। বিরোধীরা বলতে শুরু করেন, ‘এলওপিকে বলনে দো (বিরোধী দলনেতাকে বলতে দিন)।’

যদিও লাগাতার সেই স্লোগান তুললেও মোদী কথা বলে যেতে থাকেন। রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়ার আর্জি জানান। কিছুক্ষণ পরে রাজ্যসভা থেকে ওয়াক-আউট করেন বিরোধী সাংসদরা।


SHARE