swiggy-zomato
SHARE

ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটো এবং সুইগি আবারও তাদের প্ল্যাটফর্ম ফি বাড়াচ্ছে। এক লাফে ২০ শতাংশ চাজ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই ফুড ডেলিভারি সংস্থা।  উল্লেখ্য, আগে এই প্ল্যাটফর্ম চার্জ ছিল ৫ টাকা। তার থেকে বাড়িয়ে প্রতি অর্ডার সেই চার্জ ৬ টাকা করা হবে। এই টাকা বৃদ্ধিই শতাংশের নিরিখে ২০ শতাংশ।

অবশ্য, শুধুমাত্র দিল্লি এবং বেঙ্গালুরুতেই এই প্ল্যাটফর্মেই গ্রাহকদের থেকে বর্ধিত প্ল্যাটফর্ম ফি নেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া দেশের বাকি জায়গায় ডেলিভারি চার্জ ছাড়া রেস্তোরঁ চার্জ, জিএসটি এবং হ্যান্ডলিং চার্জ নিয়ে থাকে সুইগি এবং জোমাটোর মতো ফুড ডেলিভারি সংস্থাগুলি। তবে দিল্লি এবং বেঙ্গালুরুতে এই সব চার্জের সঙ্গে প্রতি অর্ডারে একটি প্ল্যাটফর্ম চার্জ দিতে হয় গ্রাহকদের।

এর আগে গত এপ্রিল মাসেই জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছিল। আগে গত জানুয়ারি মাসেও এক দফায় প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছিল জোমাটো। রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি ৩ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করেছিল। আর এপ্রিলে তা ২৫ শতাংশ বাড়িয়ে ৫ টাকা করা হয়। এবার তা আরও বাড়িয়ে ৬ টাকা করা হল।

এদিকে জোমাটোর গোল্ড লয়্যালটি সদস্য হলে গ্রাহকদের ডেলিভারি চার্জ দিতে হয় না। তবে এই ৬ টাকা প্ল্যাটফর্ম ফি দিতে হবে। প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে জোমাটো প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছিল। সেই সময় ২ টাকা করে নেওয়া হত। পরে ২০২৩ সালের অক্টোবরে তা বাড়িয়ে ৩ টাকা করা হয়েছিল। সেখান থেকে আরও বাড়িয়ে এবার ৬ টাকা করা হল প্ল্যাটফর্ম ফি।


SHARE