Modi-Putin
SHARE

সদ্য ২ দিনের রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর এই প্রথম তিনি রাশিয়া গিয়েছিলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকারের ঘটনার নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছিলেন,‘দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধান হিসাবে নরেন্দ্র মোদী দুনিয়ার সবচেয়ে বড় অপরাধীকে আলিঙ্গন করেছেন।’ এদিকে, মোদী-পুতিন সখ্যতা নিয়ে মুখ খুলেছে আমেরিকা।

রাশিয়ায় ভারতের নরেন্দ্র মোদীর সফর নিয়ে আমেরিকায় হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেরিন জেন পেরি বলেছেন,‘ আমরা মনে করি ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের যে সম্পর্ক, তাতে তাকে (ভারতকে) সমর্থ করে প্রেসিডেন্ট পুতিনকে ভয়ানক যুদ্ধ বন্ধ করার জন্য আর্জি জানাতে… ইউক্রেনে একটি অনর্থক যুদ্ধ চলছে…। ভারত এক স্ট্র্যাটেজিক পার্টনার, যার সঙ্গে আমরা সম্পূর্ণ ও খোলামেলা কথাবার্তা চালাতে পারি, এমনকি তাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়েও…. এটা নিয়ে আমরা আগে কথা বলেছি।

আমেরিকার তরফে হোয়াইট হাউস বলছে, ভারত সহ সব দেশ বুঝতে পারছে ইউক্রেন নিয়ে শান্তির যথার্থতা। আমেরিকার সাফ বার্তা ‘এটা (যুদ্ধ) প্রেসিডেন্ট পুতিনকে শেষ করতে হবে। প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ শুরু করেছে, আর তাঁকেই তা শেষ করতে হবে।’ প্রসঙ্গত, রাশিয়ায় নরেন্দ্র মোদীর সফরে দুই দেশের সম্পর্কের নিরিখে একাধিক আলোচনা হয়েছে বলে খবর। এছাড়াও রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান নরেন্দ্র মোদীকে দেওয়া হয়। ‘দ্য অর্ডার অফ অ্যান্ড্রিউ দ্য আপোস্টেল’ সম্মান পুতিন তুলে দেন মোদীকে। এই গোটা পর্ব ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিকে তাকিয়ে গোটা দুনিয়া।

ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘আমি যেমনটা আগে বলেছিলাম যে, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা তা ব্যক্তিগতভাবে জানিয়েছি, সরাসরি তা ভারত সরকারকে জানিয়েছি। আর তা করতে থাকব। কোনও কিছুই পাল্টায়নি।


SHARE