Prime Minister Narendra Modi
SHARE

PM Narendra Modi: প্রধানমন্ত্রী বলেন, “দেশের সকল সাংসদের কাছে অনুরোধ করছি, গত জানুয়ারি মাস থেকে যতটা সামর্থ্য ছিল, তা নিয়ে লড়েছি, জনগণকে যা বলার বলেছি। কেউ রাস্তা দেখানোর চেষ্টা করেছে, কেউ দিকভ্রান্ত করার চেষ্টা করেছে। এখন সেই অধ্যায় শেষ হয়েছে।”

শুরু হল সংসদের বর্ষাকালীন অধিবেশন। আগামিকাল সংসদে পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। আজ, সোমবার অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদ ও দেশের জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী মোদী বলেন-

  1. দেশের সকল সাংসদের কাছে অনুরোধ করছি, গত জানুয়ারি মাস থেকে যতটা সামর্থ্য ছিল, তা নিয়ে লড়েছি, জনগণকে যা বলার বলেছি। কেউ রাস্তা দেখানোর চেষ্টা করেছে, কেউ দিকভ্রান্ত করার চেষ্টা করেছে। এখন সেই অধ্যায় শেষ হয়েছে। দেশবাসী নিজেদের মতামত জানিয়েছে। এবার সাংসদ ও রাজনৈতিক দলগুলির দায়িত্ব হল, আগামী ৫ বছর দেশের জন্য লড়াই করা। এক হয়ে লড়াই করা।
  2. ভারতের অর্থনীতির দ্রুত বৃদ্ধি হচ্ছে। বিগত ৩ বছরে ৮ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিনিয়োগ ও পারফরম্য়ান্স সুযোগের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এটা ভারতের বিকাশ যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।
  3. অমৃতকালের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই বাজেট। আমরা ৫ বছর সুযোগ পেয়েছি, আজকের বাজেট সেই ৫ বছরের কাজের দিশা স্থির করবে এবং ২০৪৭ সালে, যখন স্বাধীনতার ১০০ বছর হবে, তখন বিকশিত ভারতের মজবুত ভিত তৈরির লক্ষ্য নিয়েই আমরা বাজেট পেশ করব।
  4. এই সংসদ অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় হিসাবে দেখছি। প্রায় ৬০ বছর পর কোনও সরকার তৃতীয়বার ক্ষমতায় এসেছে এবং বাজেট পেশ করার সুযোগ পেয়েছে। দেশবাসী এটিকে অত্যন্ত গর্ব হিসাবে দেখছেন। আমি যে গ্যারান্টি দিয়েছি, সেই গ্য়ারান্টি পূরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা।

SHARE