VOICE24 news VOICE 24 voice24
SHARE

গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান কৃষ্ণনগরের প্রবীণ বিধায়ক। প্রথমে তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় কল্যাণী হাসপাতালে। এরপরে সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান করা হয়। চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্ট। বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে তাঁর। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন বোর্ডের চিকিৎসকেরা। ২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর,শারীরিক অসুস্থতা বাড়তে থাকে তাঁর। গত এপ্রিল মাসে কলকাতায় ব্যক্তিগত কাজে আসার পথে একবার অসুস্থ হয়ে পড়েন। সেইসময় তাকে হাসপাতালে ভর্তি করেন তাঁর গাড়ির ড্রাইভার।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল৷ ভোটে জেতার পরেই অবশ্য পুরনো দল তৃণমূলে ফিরে আসেন তিনি৷ তবে তৃণমূলে ফিরলেও শারীরিক সমস্যার কারণে সেভাবে আর সক্রিয় হতে পারেননি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই নেতা৷


SHARE