VOICE24 news VOICE 24 1
SHARE

লোকসভা নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর থেকে ‘অ্যাকশনে’ রয়েছেন মুখ্যমন্ত্রী। হকার সমস্যা থেকে শুরু করে সরকারি (Government of West Bengal) জমি দখল, একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। এরপর থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। এবার যেমন এক তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

গত সপ্তাহে নবান্নে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, সরকারি জমি দখল আর বরদাস্ত করা হবে না। এরপর তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। এই TMC নেতার বিরুদ্ধে সরকারের খাস জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) অবৈধ নির্মাণ (Illegal Construction) বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল মমতার প্রশাদন।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) রাজগঞ্জ ব্লকের গাজলডোবা অঞ্চলে। এখানকার TMC কাউন্সিলর রঞ্জনশীল শর্মার বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন। এদিন গাজলডোবায় সরকারি জমি পুনরুদ্ধার করার পর সেখানে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়।


SHARE