ভারতীয় জনতা পার্টি দলের উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েত থেকে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র দাখিল করার আগে এই দিন উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে রাজ্যবাসীর কল্যাণার্থে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা।
পরে বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে জনপ্রতিনিধিরা প্রার্থীদের সঙ্গে নিয়ে এদিন ব্লকে গিয়ে মনোনয়নপত্র জমা করেছেন। উদয়পুর ক্যানেল চৌমূহনী থেকে মাতাবাড়ি পর্যন্ত সুবিশাল রেলির মাধ্যমে মনোনয়নপত্র জমা করেছেন প্রার্থীরা। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব।
সুবিশাল রেলি থেকে প্রার্থীরা এদিন বিভিন্ন পথ পরিক্রমা করে মনোনয়নপত্র জমা করেছেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান বিপুল জন জোয়ারের মধ্যে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাতাবাড়ি আর.ডি ব্লকের অধীন ২৪ টি গ্ৰাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিজেপি দলের মনোনীত প্রার্থীরা।
মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের ভরসা রয়েছে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা জয়ী হবেন। এদিনের মিছিলটি উদয়পুর মাতাবাড়ি এলাকা বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। মনোনয়ন পত্র দাখিল ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।