Ahead of the Tristar Panchayat elections, submission of nominations, crowds at BJP rallies
SHARE

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার লক্ষ্যে রাজপথে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলটি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেবেন।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব,  ভট্টাচার্য্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে পশ্চিম জেলা পরিষদের প্রার্থী বলাই গোস্বামী বলেন, আজ মোট পশ্চিম জেলা পরিষদে বিজেপি মনোনীত ১৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করবেন।  তিনি আশাবাদী জনগণের আশীর্বাদে জয়লাভ করে গ্রামের উন্নয়নে কাজ করবেন। গ্রামের উন্নয়নের জন্য রাজ্য সরকার নিরলস কাজ করছে, সেই দিশায় কাজ করবো বলে দাবি করেন তিনি।

তিনও আরও বলেন, গ্রামীন এলাকার দীর্ঘদিনের বঞ্চনার দূর করতে চেষ্টা করে যাব। কারণ, বাম আমলের ২৫ বছরের আমলে গ্রামের মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। তাই পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে। 

বিজেপি জেলা পরিষদের প্রার্থী জয়নাল দাস বলেন, জনগণের বিজেপি সরকারের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। তাই, নির্বাচনে প্রত্যেক পঞ্চায়েতে বিরোধীদলের প্রার্থীদের জামানত জব্দ হবে। পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে গ্রামে গ্রামে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে নিরলস কাজ করে যেতে হবে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে অঙ্গীকারবন্ধ। 

তাঁর কটাক্ষ, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদলরা নিজেদের প্রার্থী খুঁজে না পেলে এর দায় বিজেপির নয়। বিরোধী দলের পাশে জনগণ আর্শীবাদ নেই। কারণ, ২৫ বছর সিপিএমের রাজত্ব জনগণ এখনো ভুলেন নি। কিন্তু ক্রমাগত তাঁরা শাসক দলের উপর মিথ্যে অভিযোগ তুলছেন। 


SHARE