ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়া, মুম্বই জুড়ে উৎসবের মেজাজ
ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়া, মুম্বই জুড়ে উৎসবের মেজাজ
SHARE

রাত ৯টা ৩৪: রোহিত-বিরাটদের হাতে ১২৫ কোটি টকার চেক তুলে দিলেন জয় শাহ-রজার বিনি। তার পর ট্রফি হাতে ভিকট্রি ল্যাপ ভারতীয় দলের। 

রাত ৯টা ২০: স্টেডিয়ামে বিরাটের নামে জয়ধ্বনি। তিনি জানালেন, “গত চারদিন যেন একটা রোলারকোস্টারে কেটেছে। এবার ঘুমাতে চাই।” বার বার ম্যাচে ফিরিয়ে আনার জন্য বুমরাহকে কৃতজ্ঞতা কোহলির। রাহুল দ্রাবিড় বিশেষ ধন্যবাদ জানালেন রোহিতকে। 

রাত ৯টা ১২: জাতীয় সঙ্গীতের পর মঞ্চে রোহিত শর্মা। জানিয়ে দিলেন, “এই ট্রফি গোটা দেশের।”

রাত ৯টা ৫: ট্রফি হাতে নাচে মাতলেন রোহিত-বিরাটরা। তাঁদের সঙ্গে মাতল গোটা স্টেডিয়ামও। 

VOICE24 news VOICE 24 voice24 20240704 220939 0000

রাত ৮টা ৫০: ওয়াংখেড়েতে পৌঁছল টিম ইন্ডিয়া। ট্রফি হাতে মাঠে ঢুকলেন হার্দিক পাণ্ডিয়া। সকলের মুখেই যেন যুদ্ধজয়ের হাসি। এই মুহূর্তটা দেখার অপেক্ষায় ছিল গোটা ভারতবর্ষ। 

রাত ৮টা ৩০: স্টেডিয়ামের কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়ার বাস। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বাসে ট্রফিতে চুমু বিরাট কোহলির। উড়ন্ত চুমু ছুঁড়লেন ভক্তদের জন্য। জয়ধ্বনি উঠেছে অধিনায়ক রোহিত শর্মার নামে। উদযাপনে মেতেছে গোটা মুম্বই। এবার ওয়াংখেড়ে ট্রফি আগমনের অপেক্ষা। 

1720110122431

এমনিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে রাজকীয়ভাবে মুম্বইয়ে স্বাগত জানানো হয়। বুধবার রোহিত ডাক দিয়েছিলেন যে টিম ইন্ডিয়ার ফ্যানেরা যেন ভিকট্রি প্যারেডে সামিল হন। আর সেই ডাকে সাড়া পেয়ে পুরো মুম্বই যেন মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে উঠে এসেছে। মেরিন ড্রাইভের সামনের যে রাস্তা দিয়ে টিম ইন্ডিয়ার বাস যায়, সেখানে লোকে লোকারণ্য ছিল। আরব সাগর আজ যেন নিজের সামনে আরও একটা সমুদ্রকে দেখতে পাচ্ছিল – জনসমুদ্র।

T20 World Cup Celebration team inda
ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়া, মুম্বই জুড়ে উৎসবের মেজাজ

ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়নরা। টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (T-20 Cricket World Cup) জিতে দেশে ফিরল টিম ইন্ডিয়া। আর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের জন্য থাকছে বিশেষ সংবর্ধনা। আর তারই মাঝে সেই মুম্বই (Mumbai) দেখাল আরও এক মানবিক রুপ।

মুম্বইয়ের মেরিন ড্রাইভে তখন শুধু কালো মাথার সারি। বৃহস্পতিবার, টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষায় তখন হাজার হাজার সমর্থক। তারই মাঝে চলে আসে একটি অ্যাম্বুলেন্স। কিন্তু মানবিকতার চূড়ান্ত নিদর্শন রাখলেন ক্রিকেটপ্রেমীরা। দ্রুত জায়গা করে দিলেন নিজেরাই, ছেড়ে দিলেন রাস্তা।

প্রসঙ্গত, দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক সারেন কোহলিরা (Virat Kohli)। আর তারপর সেখান থেকে সোজা মুম্বই। দিল্লি বিমানবন্দর থেকে মুম্বইয়ের দিকে রওনা দেন ক্রিকেটারেরা। আর মুম্বই বিমানবন্দরের বাইরে যেন কার্যত জনসমুদ্র দেখা গেল। বিশ্বজয়ী ক্রিকেটারদের স্বাগত জাগাতে বিমানবন্দরের বাইরে জড়ো হন কাতারে কাতারে সমর্থক।

কারও হাতে পোস্টার, তো আবার কেউ দেন স্লোগান। একবার শুধু কোহলিদের দেখার ইচ্ছে। এ যেন এক অদ্ভুত আবেগ। অন্যদিকে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের জন্য রয়েছে বিশেষ সংবর্ধনার ব্যবস্থা। কিন্তু সেই ওয়াংখেড়েতে সমর্থকদের ঢোকার সময় শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে।

ভারতীয় দলের ভিকট্রি প্যারেড দেখতে গাছের উপরে উঠে গেলেন এক ব্যক্তি। তাও আবার ছোটখাটো গাছ নয়, বেশ বড় গাছ। টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা যে বাসে করে যাচ্ছেন, তার থেকে আরও কিছুটা উপরে ওই গাছের একটি ডাল ছিল। সেই ডালকে জড়িয়ে ওই ব্যক্তি শুয়ে ছিলেন। শুধু সেখানেই থামেননি। একহাতে গাছের ডাল জড়িয়ে অপর হাত দিয়ে মোবাইল বের করে ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকেন। তাতেও অবশ্য মন ভরেনি। সম্ভবত হাত নড়ছে ভেবে দু’হাত দিয়েই ক্যামেরা তাক করে ছবি তুলতে থাকেন। তারপর বুকটা মনে হয় একবার কেঁপে উঠেছিল, সেজন্য অত্যন্ত হাতটা গাছের ডালে রাখেন। তবে ওই ব্যক্তি কথন মেরিন ড্রাইভ লাগোয়া ওই গাছে উঠে পড়েন, তা স্পষ্ট নয়। 

ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়াকে সংবর্ধনা

আর সেই জনসমুদ্রে ভেসেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছান টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা। সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। প্লেয়ারদের সঙ্গেও আলাদাভাবে কথা বলা হবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, রোহিত, বিরাট, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের সঙ্গে বিশেষভবে কথা হবে। পুরো টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা মাঠও প্রদক্ষিণ করতে পারেন বলে সূত্রের খবর।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি নিয়ে উদ্দাম নাচলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা। মাঠের মাঝে একটি মঞ্চ করা হয়েছে। তার সামনে চেয়ারে বসে রয়েছেন ক্রিকেটারেরা। ভারতীয় ক্রিকেটাররা জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলালেন। উৎসবের পরিবেশ ওয়াংখেড়েতে।

রোহিত শর্মাদের সঙ্গে রাহুল দ্রাবিড়ও উৎসাহের সঙ্গে বাসে বিজয় উৎসবে মেতেছেন। যা নিঃসন্দেহে বিরল একটি ঘটনা। এদিকে ভারতীয় ক্রিকেট দলকে কাছ থেকে দেখার জন্য এক ভক্ত ঝুঁকি নিয়ে রাস্তার ধারে গাছে চড়ে ঝুলছে।  এটাই ভারতে ক্রিকেটের উন্মাদনা।


SHARE