এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন্স হসপিটালের সহযোগিতায় জন্মগত হৃদরোগের রাজ্য স্তরের স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করা হয়। রাজধানীর আইজিএম হাসপাতাল স্থিত নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই স্কিনিং ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের জন্য কাজ করতে পারলে তার থেকে আত্মতুষ্টি আর কোন কিছু হতে পারে না। একটা সময় ছিল কোন শিশু জন্মের পর শারীরিক অসংগতি নজরে আসলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ত।
মূলত তারা কোথায় যাবে, টাকা কোথায় পাবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়ত। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আরবিএসকে স্কিম চালু করেছেন। এই প্রকল্পে ১৮ বছরের কম বয়সী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
ত্রিপুরা রাজ্যে ৪৪ টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম রয়েছে। এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিম গুলি অঙ্গনওয়ারী কেন্দ্রে গিয়ে শিশুদের স্কিনিং করে থাকে। এছাড়াও ধলাই, গোমতী ও ঊনকোটি জেলায় তিনটি স্কিনিং সেন্টার রয়েছে। পশ্চিম জেলায় আগামিদিনে এই ধরনের স্কিনিং সেন্টার খোলা হবে। আরবিএসকে স্কিম থেকে জটিল অস্ত্রপচার সহ বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার সুযোগ রয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত প্রায় ২,০২১ টি শিশুর ঠোট কাটা জনিত সমস্যার চিকিৎসা করা হয়েছে।
৬৩০ জন শিশুর জন্মগত হৃদরোগের চিকিৎসা করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে অঙ্গনওয়ারী কেন্দ্রে প্রায় ৪ লক্ষ ৫ হাজার ৫২১ জন শিশুর স্কিনিং করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে এবং রাজ্যের বাইরে একাধিক হাসপাতালে জন্মগত হৃদরোগে আক্রান্ত রাজ্যের প্রায় ৯১ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে আরবিএসকে স্কিমে। শিবিরে এইদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সহ অন্যান্যরা।