Snapshot 17
SHARE

Snapshot 17

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। ঐ পুলিশ কর্মীর নাম শিমূল সাহা (৭০)।ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর থেকে নিজ বাইসাইকেল করে গোকুলপুর স্কুলটিলা নিজ বাড়িতে যাওয়া পথে ছনবন লোকনাথ আশ্রম রোড এলাকায় ট্রাকের চাকায় পড়ে মৃত্যু অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর।পরবর্তীতে এলাকার লোকজনরা উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মৃত্যু দেহটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।জেলা হাসপাতালে কর্মরত থাকা চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে গোমতী জেলা হাসপাতালে মর্গে রাখা হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মৃত্যু দেহটি। এদিকে পুলিশ সূত্রের জানা যায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে ট্রাকের চাকায় পিষ্ট করে মারার ঘাতক গাড়ি যার নম্বর টিআর০৩ ১৮৯৯ গাড়িটিকে রাধা কিশোর পুর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক উদয়পুর গার্লস স্কুলের মাঠ থেকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে ঘাতক গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়। এদিকে পুলিশ ঘাতক গাড়ি চালকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন। তাছাড়া ছনবন গদাচৌহমনি এলাকায় মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ ফরেনসিক দলের প্রতিনিধিরা। অতিসত্বর গ্রেফতার করা হবে গাড়ি চালক কে এমনটাই জানান মহকুমা পুলিশ আধিকারিক। অপর দিকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মৃত্যু দেহটি ময়না তদন্ত করে পরিবারে হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। রাধা কিশোর পুর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন


SHARE