২০২২ সালের টেট পাশ করা বেকার ছাত্র-ছাত্রীরা আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে হাজির বহুদিন যাবত মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিল বেকার ছাত্রছাত্রীরা কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয়নি। এবং তাদের দাবি মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রীর নিকট তাদের বার্তাটুকু পৌঁছানো হয়নি।সচিবালয় থেকে শিক্ষা দপ্তর সব জায়গায় দৌড়ঝাপ করতে করতে পায়ের চটি ঘষে গেছে। কিন্তু কেউ তাদের কথা শুনিনি। অবশেষে বেকার ছাত্রছাত্রীরা আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় বসে যায়। অবাক করার বিষয় পুলিশের গোয়েন্দা বিভাগ এতটাই দুর্বল যে তারা খবর রাখেনি । এই সুযোগে ছাত্র-ছাত্রীরা মুখ্যমন্ত্রীর বাড়ির গেইট অব্দি চলে আসে এবং রাস্তায় বসে ছাত্র ছাত্রীদের দাবি দাবা নিয়ে স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও টি এস আর। তাদেরকে সরানোর চেষ্টা শুরু করে। সাথে সাথে খবর পেয়ে সেখানে পৌঁছায় পূর্ব থানার পুলিশ। পুলিশ এসে আন্দোলনকারীদের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ মাঠে। ততক্ষণে যা হবার হয়ে গেছে। এ বিষয়ে বেকার ছাত্রছাত্রীরা জানায়। অনেক আশা দিয়েছে এই আশা নিয়ে আর থাকতে পারছি না আমাদের মধ্যে অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে পড়াশোনা করেছে। এখন ব্যাংকের টাকা দিতে পারছে না। বারবার ব্যাংক থেকে চিঠি আসছে। আমাদের কি দোষ। পড়াশোনা করে বেকার জীবন যাপন করাটা আমাদের কাছে একটা অভিশাপ। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর বাড়ির গেইটের সামনে আন্দোলন এই বেকার ছেলেমেয়েদের কতটুকু সাফল্য এনে দেয়