বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি বন দপ্তরের স্থায়ী শ্রমিকদের
বেতন বৃদ্ধির দাবিতে এবার আন্দোলনে নামলো বন দপ্তরের স্থায়ী শ্রমিকরা। দপ্তরের নিয়োগ প্রাপ্ত কর্মচারী হিসেবে তারা কাজ করছেন দীর্ঘ দিন ধরে। সাত বছর আগে তাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দেওয়া হয়েছে। ডেইলি হাজিরা অনুযায়ী তাদের মাসিক বেতন এখন ১২হাজার টাকা থেকে বেড়ে ১৩ হাজার টাকা। বেতন বাড়ানোর দাবিতে বুধবার গোর্খাবস্তি নেহেরু পার্কের সামনে তারা একদিনের কর্ম বিরতি আন্দোলনে সামিল হন । বন দপ্তরে ৩৬৩ জন স্থায়ী শ্রমিক কর্মরত রয়েছেন বর্তমানে । অনেকে প্রায় ১৫-২০ বছর ধরে কাজ করছেন। কিন্তু এখন পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং আধিকারিকদের দ্বারস্থ হলেও কোনো সদুত্তর পায়নি এরা ।গত তিন বছর ধরে তাদেরকে আশ্বাস দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে একদিনের কর্ম বিরতিতে বসেন । তাদের দাবী অবিলম্বে যেন স্কেল প্রদান করা হয় । বর্তমানে যে টাকা পান তা দিয়ে সংসার প্রতিপালন করা দুষ্কর বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। সরকার সবকা সাথে সবকা বিকাশ এর কথা বললেও দিনের পর দিন বন দপ্তরের এই শ্রমিকদের বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ।