Snapshot 11
SHARE

Snapshot 11

জোড়া খুনের দায়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে আদালতে সোচ্চার এলাকাবাসী। মা ও মেয়ে জোড়া খুনে অভিযুক্ত সমরজিৎ চৌধুরী ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর রবিবার ভোর চারটা নাগাদ ওএনজিসি নেতাজিনগর এলাকায় স্ত্রী তনুশ্রী আচার্য এবং শাশুড়ি সোমা আচার্য-কে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছেন মধুপুর নিবাসী সমরজিৎ চৌধুরী। ওই ঘটনায় পুলিশ মধুপুর থেকে সমরজিৎ-কে গ্রেফতার করেছিল। আজ অভিযুক্ত সমরজিৎ চৌধুরী ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃতার ছোট বোন জানিয়েছেন, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনে শিকার হচ্ছিলেন তনুশ্রী আচার্য। তাঁকে বেধড়ক মারধর করত স্বামী সমরজিৎ চৌধুরী। নির্যাতন থেকে মুক্তি দিতে মা সোমা আচার্য তাঁকে বাড়ি নিয়ে এসেছিলেন। সেই কারণেই ১৩ অক্টোবর রবিবার ভোর চারটা নাগাদ তাঁদেরকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছেন সমরজিৎ চৌধুরী। তার কঠোর শাস্তির দাবিতে আজ আদালত চত্বরে বিক্ষোভে মিলিত হয়েছেন তাঁরা।
নেতাজিনগর এলাকায় মা ও মেয়েকে হত্যাকারী খুনি সমরজিৎ চৌধুরী ফাঁসির দাবিতে কোর্ট চত্বরে এলাকাবাসী ও পরিবারের বিক্ষোভ প্রদর্শন করেন।
মধুপুর থানার অন্তর্গত খামারহাটি এলাকায় নিজ স্ত্রী এবং শাশুড়িকে খুন করার সত্যতা স্বীকার করল অভিযুক্ত সমরজিত চৌধুরী। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সম্মুখে এই অপরাধ স্বীকার করে অভিযুক্ত সমরজিৎ চৌধুরী।আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় শশুর বাড়িতে গিয়ে তার স্ত্রী তনুশ্রী চৌধুরী এবং শাশুড়ি সোমা আচার্যকে ধারালো দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেন মধুপুর থানার অন্তর্গত খামারহাটির নিবাসী সমরজিৎ চৌধুরী। ঘটনার দিনই পুলিশের হাতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত সমরজিৎ চৌধুরী। পুলিশের কাছে সে খুনের ঘটনাটি স্বীকার করে।


SHARE