উত্তর-পূর্বাঞ্চলে শিল্পের বিকাশে বিরাট পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী
উত্তর-পূর্বাঞ্চলে শিল্পের সার্বিক বিকাশের লক্ষে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে । তাতে ১০ হাজার ৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয় । এই প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলে ৮৩ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলে শিল্পের বিকাশের জন্য উত্তর-পূর্বা রূপান্তর মূলক শিল্পায়ন স্কিম বা উন্নতি ২০২৪ শীর্ষক একটি পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এই বিষয়ে রাজ্যভিত্তিক এক কর্মশালার আয়োজন করা হয়। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মনে করেন উত্তর পূর্বাঞ্চলের উন্নতি না হলে পরে দেশের সার্বিক বিকাশ হবে না। তাই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছেন প্রধানমন্ত্রী ।উন্নতি পরিকল্পনাও এর মধ্যে একটি। মুখ্যমন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলের শিল্পের সার্বিক বিকাশের স্বার্থে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। এর জন্য ১০ হাজার ৩৭ কোটি টাকা ব্যয় করা হবে । এই প্রকল্পে ৮৩ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যভিত্তিক এই কর্মশালায় বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা। তিনি বলেন , কিভাবে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করে চলছে । এই প্রকল্প শিল্প স্থাপনে আগ্রহীদের বিশেষ উপকারে আসবে।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরণ গিত্তে, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা।