রাজধানী কর্নেল চৌমুহনী এলাকায় একটি টাটা পিকআপ গাড়িতে চলন্ত অবস্থায় আগুন। গাড়ির চালক এ অবস্থা দেখে গাড়ি একটি দোকানের দিকে ছেড়ে দিয়ে সরে যায় সে। গাড়িটি গিয়ে আটকে যায় সেই দোকানে। সেখানে স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর দেওয়া হয় দমকল অফিসে। ততক্ষণে গাড়ি থেকে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। দোকানটি ছিল বেকারির দোকান। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেল। গাড়ির পাশাপাশি দোকানে অনেক ক্ষতি হয়। এ বিষয়ে দোকানের মালিক বলেন। প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে দোকান মালিকের। কিভাবে কোথা থেকে গাড়ি আসলো তা-ও জানেন না উনি। তবে অল্পতে রক্ষা পেল কর্নেল চৌমুহন ঘনবসতি এলাকা।