SHARE

Snapshot 7

দেশজুড়ে যখন বিভাজনের খেলা, তখন উদয়পুরে যুবকরা রক্তদানে সম্প্রীতির বার্তা তুলে ধরলো। মুকবুল, রিপন, সাহিন, আশাদুলরা রক্ত দিলো সুমন, পার্থপ্রতিম, গৌতমদের পাশাপাশি শুয়ে। ডিওয়াইএফআই-এর রক্তদান শিবিরে বিভাজনের রাজনীতিকে রুখে দিতে সম্মিলিত শপথ নিলেন যুবকরা। বন্ধুত্বের বার্তাকে বেগবান করলেন ডিওয়াইএফআই আয়োজিত শিবিরে এসে রাজু দেববর্মার স্বেচ্ছায় রক্তদান। সব মিলিয়ে দারুন মেজাজে বুধবার উদয়পুরে ৩৯ জন যুবক স্বেচ্ছায় রক্তদান করেছেন শিবিরে।

ডিওয়াইএফআই-এর ৪৫ তম প্রতিষ্ঠা দিবসের কর্মসূচীর অঙ্গ হিসাবে এদিন ছিলো রক্তদান শিবির। সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কর্মচারী সমন্বয় সমিতি(এইচ বি রোডে)-এর অফিসগৃহে। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর রতন ভৌমিক, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব নিতাই বিশ্বাস, নিখিল দাস, অরবিন্দ নন্দী, শ্রীবাস দেবনাথ, প্রাক্তন যুবনেতা বিষ্ণুপদ দেব, রাজীব সেন, বিজয় চক্রবর্ত্তী, মৃনাল মজুমদার, সংগঠনের বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্ত্তী, সভাপতি ফারুক আহমেদ প্রমুখরা।

বুধবার রক্তদান শিবিরকে ঘিরে দারুন উৎসাহ ছিলো যুবকদের মধ্যে। জরুরী ভিত্তিতে মুমুর্ষ রোগীদের হাসপাতালে গিয়ে রক্তের যোগান দেওয়ার জন্য প্রতিদিন ডিওয়াইএফআই কর্মীরা রক্তদান করে চলছে। এদিন শিবিরে স্বেচ্ছায় রক্তদান করার জন্য আরো যুবক থাকলেও নির্দিষ্ট সংখ্যায় হয়ে যাওয়ায় তাদের বারণ করা হয়। তারা যেন জরুরীকালীন প্রয়োজনে রক্ত দিতে পারেন সেভাবে রয়ে গেছেন। রক্তদান শিবিরকে ঘিরে সম্প্রীতির বার্তা ছিল স্বতস্ফুর্ত।


SHARE