ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে অবস্থিত ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এই নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করেই উৎসব মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। ছাত্র-ছাত্রীরা কেউ এসেছে সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পুরো কলেজ চত্বরে রং-বেরঙের নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হল কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী তথা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুধাংশু দাস,রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল,অধ্যাপক তথা বিদ্যার্থী বরণ উৎসবের কনভেনার ডক্টর তরুন কুমার সিনহা,আইনজীবী তথা সমাজসেবক সন্দীপ দেবরায়,সমাজসেবক সঞ্জীৎ সাহা,কলেজের প্রাক্তন ছাত্র অনুপ মজুমদার,স্টুডেন্ট কনভেনার আয়ুষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। স্বামী বিবেকানন্দ ও বিদ্যা দেবী সরস্বতী মায়ের ছবিতে পুষ্পার্ঘ অর্পণের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু আজকের নবীন বিদ্যার্থী বরণ উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক তরুন কুমার সিনহা। উদ্বোধনী বক্তব্য প্রদানের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেন অধ্যাপক।
আজকের নবীণ বিদ্যার্থী বরণের প্রধান অতিথি রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে বলেন, “ভালো ছাত্র কিংবা ছাত্রী হওয়ার আগে, ভালো মানুষ হতে হবে। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দীক্ষা রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকেই নেবে।
ভালো মানুষ হতে হলে পড়াশুনা করতে হবে। তোমরাই দেশের আগামীর ভবিষ্যৎ। তাই তোমাদের সুপথে চলতে হবে আলোকিত মানুষ হতে হবে।
কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ উৎসব প্রতিবছর আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে নতুন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এই উৎসবের মাধ্যমে নবীনদের কলেজের পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আজকের নবীন বিদ্যর্থী বরণ উৎসবে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে এও বলেন, এই কলেজে আসার আমন্ত্রণ পত্র পেয়ে তিনি অত্যন্ত খুশি। কারণ কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কলেজের সাথে।
নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি পড়াশোনার পদ্ধতি, নিয়মশৃঙ্খলা, সহ-পাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব এবং ক্যারিয়ার নির্মাণের জন্য বিভিন্ন পরামর্শ দেন।