নতুন শিক্ষা নীতির ফলে ছাত্ররা লাভবান হচ্ছে। শিক্ষকরাও শিক্ষা দানে সুবিধা পাচ্ছেন। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীদের কাছে সুযোগ এখন অনেক বেশি। কথাগুলি বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসব। পশ্চিম ত্রিপুরার ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর ও সমগ্র শিক্ষার উদ্যোগে রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এর সূচনা হয়। এই উৎসবের উদ্বোধন করতে এসে এই কথাগুলি বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, এলিমেন্টারি ও সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এন সি শর্মা , সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেয়র আরো বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের প্রথিবার বিকাশ ঘটাতে কলা উৎসব একটি মঞ্চ। এই বছর কলা উৎসবে প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্যোক্তাদের প্রশংসা করেন তিনি। কলা উৎসবে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। তাদের সংগীত, নৃত্য, এবং নাটক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হবে । এর থেকে বাছাই করা প্রতিযোগীরা রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে।