আবারো গুপন খবরের ভিত্তিতে গতো কাল বিকালে ২ জন বাংলাদেশী নাগরিক এক জন মহিলা ও এক জন পুরুষকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এবং তারা ট্রেনে করে বহীরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে।আগরতলা জি আর পি এস। বি এস এফ এবং আগরতলা আর পি এফ, মিলে এই অভিযান করা হয় । তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আগরতলা জিআরপি থানায়। এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান।
এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং উনাদের কে মহামান্য আদালতে প্রেরণ করা হবে ।
তোকে অবাক করার বিষয় হলো। সীমান্তে বিএসএফের প্রহরা থাকতে কিভাবে তারা সীমান্ত অতিক্রম করে। সীমান্ত পেরিয়ে বিভিন্ন থানা ও আউট পোস্ট এলাকা হয়ে সোজা রেল স্টেশনে চলে আসে কিভাবে??? কে রয়েছে এদের পেছনে?? এখন অব্দি অনেক বাংলাদেশী আটক হয়েছে কিন্তু সীমান্ত এলাকায় যারা এদেরকে অতিক্রম করে দিচ্ছে তাদের ধারে কাছেও যেতে পারছে না পুলিশ । কোথায় পুলিশের গোয়েন্দা দপ্তর। যে দুজনকে গতকাল আটক করে হয়েছে তারা হলেন মোহাম্মদ জালাল আওলাদার {৪০}, রুমা বেগম {২৫) সঙ্গে উনার মেয়ে রাইমা, উনাদের বাড়ি বাংলাদেশ বাগেরহাট জিলায়।