একের পর এক মানবাধিকার লংঘন এর ঘটনা ঘটছে রাজ্যে । অথচ মানবাধিকার কমিশন নীরব । তাই রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পদতেগ করতে হবে। মানুষের করের টাকায় এই সাদা হাতি পোষণ করার কোনো দরকার নেই। এই দাবি তুলে সোচ্চার হলো সদর জেলা কংগ্রেস। তাদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছে যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেস। সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে শনিবার আন্দোলনে নামেন দলীয় কর্মী সমর্থকরা। শ্যামলী বাজার স্থিত মানবাধিকার
কমিশন এর কার্যালয় ঘেরাও করেন তারা। আন্দোলনকারীরা প্রশ্ন তুলেন, রাজ্যে অপরাধমূলক ঘটনা ক্রমবর্ধমান। অথচ কেন চুপ মানবাধিকার কমিশন ? মানবাধিকার কমিশনের সাইনবোর্ড কালো কাপড় দিয়ে ঢেকে দেন কংগ্রেস কর্মীরা। সাব্রুমের মনুতে পুলিশ কাস্টডিতে যুবককে পিটিয়ে মারা, তার আগে সোনামুড়া,আর কে পুর , তেলিয়ামুড়ার ঘটনা, মায়ের গমনের কার্নিভালে শিশুদের উপর আক্রমণ সহ খুন ধর্ষণ এর মতো ঘটনা বাড়তে থাকায় উদ্বিগ্ন কংগ্রেস। অথচ নীরব দর্শক রাজ্য মানবাধিকার কমিশন। তাই এর চেয়ারম্যান এর পদত্যেগের দাবিতে এই আন্দোলন বলে জানান দলীয় কার্যকর্তারা।