আবারো চুরির ঘটনা ঘটলো উদয়পুর এলাকায়। উদয়পুর শহরে একের পর এক চুরির ঘটনায় নাজেহাল সাধারণ জনগণ। কিন্তু চুরি হয়ে যাওয়ার সামগ্রীসহ চোরকে পাকড়াও করতে ব্যর্থ রাধা কিশোরপুর থানার পুলিশ। লোক দেখানো স্বার্থে কয়েকদিন পর পর কিছু যুবককে আটক করে আদালতে পেশ করা হলেও। কি কারনে একের পর এক চুরির ঘটনা ঘটে উদয়পুর শহরে তাদের শহরবাসী এক প্রকার আতঙ্কিত। গত কয়েকদিন আগে উদয়পুর নিউ টাউন রোড এলাকায় পাঁচ দোকানে চুরি হলেও এখন পর্যন্ত চোরকে পাকড়াও করতে পারেনি রাধা কিশোর পুর থানার ওসি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকাল দশটা নাগাদ রাধা কিশোরপুর থানা দিন রমেশ চৌমনী এলাকায় বিক্রম দত্তের টিনের দোকান থেকে নিয়ে যাই নগদ ৯৫ হাজার টাকা। তিনি জানান পূজা উপলক্ষে মালিককে টাকা দেওয়ার জন্য উনি টাকা রেখেছিলেন কেসে। টাকা রেখে লক করে উনার স্ত্রী সুমা সরকার দত্ত কে এগ্রিকালচার চৌমুনী এলাকায় পিআরটিআইএ দিয়ে আসে। ওই জায়গা থেকে এসে উনি ভেবেছিল উনার মালিককে টাকা দেবে। ক্যাশ বাক্সর সামনে যেতেই উনি দেখতে পায় উনার ক্যাশ বাক্স ভাঙ্গা। তৎক্ষণাৎ উনি ক্যাশ এর মধ্যে তাকিয়ে দেখে উনার ৯৫ হাজার টাকা নিয়ে যায় চোর। পরবর্তী সময়ে উনি রাধা কিশোর পুর থানায় একটি চুরির মামলা লিপিবদ্ধ করে আসে। আদৌ কি চোরকে পাকড়াও করতে পারবে রাধা কিশোর পুর থানার পুলিশ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন জনমনে। কারণ উদয়পুর শহরে একের পর এক চুরির ঘটনা ঘটলেও চোরকে পাকড়াও করতে অক্ষম রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস।