Snapshot 7
SHARE

Snapshot 7

উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতিতে অনেক হিন্দু বাংলাদেশ থেকে দালালকে টাকা দিয়ে সীমান্ত পারাপার করে ভারতে প্রবেশ করছে। আইন যতই কঠোর হোক না কেন কিছু সংখ্যক হিন্দু এখনো ভারতে প্রবেশের অপেক্ষায়। ঘটনার বিবরণে জানা যায় সোহেল দাস এবং শ্যামলাল দাস শ্রীমঙ্গল হতে কমলপুর দিয়ে দালালকে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে এদের আসার একটাই উদ্দেশ্য দুর্গাপূজা দেখা। কারণ বাংলাদেশ দুর্গাপূজা নেই এবং পূজার জন্য 5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হয়। অসম্ভবকে সম্ভব করতে বাংলাদেশ থেকে সোহেল দাস এবং শ্যামলাল দাস ভারতের উদ্দেশ্যে পাড়ি দেয়। তাদেরকে আনতে গিয়েছিল বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা যে চার বছর আগে ভারতের শিলচরে এসে বাইক মেকানিকের কাজ করে সেই সবুজ দাস। সবুজ দাস দুই বন্ধুকে আনতে গিয়েছিল কিন্তু বিএসএফের করা নজরদারিতে মালাকার বস্তির বিউপি তাদেরকে আটক করে ধর্মনগর রেল স্টেশন থেকে শুক্রবার বিকেলে। ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় শুক্রবার রাতে। বাংলাদেশের নাগরিক সুহেল দাসের বক্তব্য দুর্গাপূজা দেখতেই এদের দালাল মারফত ভারতের প্রবেশ করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে ধর্মনগর থানার পুলিশ পাশাপাশি ধৃত তিন বাংলাদেশী নাগরিককে আজ অর্থাৎ শনিবার আদালতে প্রেরণ করবে ধর্মনগর থানার পুলিশ।


SHARE