WhatsApp Image 2024 09 25 at 3.41.50 PM
SHARE

WhatsApp Image 2024 09 25 at 3.41.50 PM

এটিটি এফ এবং এন এল এফটি জঙ্গি সংগঠনের ৫৮৪ সদস্য মঙ্গলবার অস্ত্র ত্যেগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। টিএসআর সপ্তম বেটেলিয়ানের সদর দপ্তরে এই আত্মসমর্পণ মঞ্চ তৈরি হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে তাদের আত্মসমর্পণ করিয়েছেন। জমা পড়েছে কিছু আগ্নেয়াস্ত্র। স্বাভাবিক জীবনে তাদের স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যে পুরোপুরি শান্তি বিরাজ করুক এটাই চায় রাজ্যবাসী। কিন্তু এদিনে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংখ্যা তাক লাগানোর মত।এর আগেও বাম আমলে বহুবার এ ধরনের অনুষ্ঠান করে আত্মসমর্পণ করেছিল জঙ্গি সংগঠনের সদস্যরা। তখন হয়তো সংখ্যাটা এত ছিল না। কখনো ৩০০র বেশি উঠেনি। কিন্তু এবারের এই আত্মসমর্পণ বিগত দিনের রেকর্ড ছাপিয়ে গেল। বিরোধী শিবির থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে এরা প্রকৃত জঙ্গি সদস্য তো??

WhatsApp Image 2024 09 25 at 3.44.14 PM

সমালোচনা শুরু হয়েছে আর্থিক প্যাকেজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জনজাতি অংশের বহু সাজানো হয়েছে বলে মনে করছে সচেতন মহল। তবে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে আগামী দিন এই বিষয়টি রাজ্য সরকারের কে ব্যাপকভাবে সমালোচনার সামনে ফেলবে এমনটাই বিশ্লেষকদের অভিমত। রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল এনএলএফটির অস্তিত্ব নেই। তাহলে এবার প্রশ্ন রয়ে গেল যারা আত্মসমর্পণ করল তারা কারা । অবাক করার বিষয় যারা আত্মসমর্পণ করল তাদের মাথায় থাকা টুপির মধ্যে টিএসআর এর লোগো লাগানো। তাদের এড্রেস গুলা কোথা থেকে পেল??? জন মনে প্রশ্ন জাগছে কয়েক খানা আগ্নেয়াস্ত্র দিয়ে প্যাকেজের সুবিধা নেওয়ার জন্য নাটক তৈরি করা হয়েছে।


SHARE