Snapshot 5
SHARE

Snapshot 5

২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে “স্বচ্ছ ভারত দিবস” হিসেবে উদযাপন করা হয় জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ।
২০১৭ সাল থেকে একপক্ষ কাল সময় ব্যাপী “স্বচ্ছতা হি সেবা “উদযাপন করা হয় প্রাক স্বচ্ছ ভারত দিবস উদযাপনের অঙ্গ হিসেবে। এতে করে সমাজের সকল স্তরের জনগণের মধ্যে স্বচ্ছতার প্রতি সেবামূলক দায়িত্ববোধ জন্ম নেয়।
অন্যান্য বছরের ন্যায় এই বছরও ভারত সরকার স্বচ্ছ ভারত মিশনের দশম বার্ষিকী স্মরণ করার ঘোষনা দিয়েছে। ২রা অক্টোবর ২০২৪ “স্বচ্ছ ভারত দিবস” উদযাপনের অঙ্গ হিসেবে ১৪ই সেপ্টেম্বর ২০২৪ থেকে ১লা অক্টোবর ২০২৪ “স্বচ্ছ হি সেবা ২০২৪” প্রচার অভিযান চলছে। এই প্রচার অভিযানের মূল থিম হল “স্বভাব স্বচ্ছতা -সংস্কার স্বচ্ছতা “। এই অভিযানের মাধ্যমে সমাজের বৃহৎ অংশের জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত হবে। স্বচ্ছ হি সেবা এই ব্রতে ব্রতি হয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আধিকারিকগন ও সকল স্তরের কর্মীরা আজ ২৭ শে সেপ্টেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সকাল 7 টায় ওয়াকাথনে অংশগ্রহণ করেছেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং এবং উভয় জেনারেল ম্যানেজার শ্রী সন্তোষ কুমার রাওয়াত ও শ্রী অনুপ কুমার সাহা স্বচ্ছতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রতি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দ্বায়বদ্ধতা ব্যক্ত করেছেন।
আজ এই স্বচ্ছতা অভিযান রেলি উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মী ও অফিসারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


SHARE