প্রখর দারুণ তাপ দগ্ধ দিন। তাপ দাহে বিষন্ন জীবন। চাতক পাখির মতো নীল আকাশে একটুকরো কালো মেঘ খুজে ফিরছিল জনজীবন। এভাবেই রাজ্যের প্রতিটি মানুষ গাছ পাখির চলছিল প্রত্যেক টি দিন ও রাত। ঠিক এই সময়েই আকাশ জুড়ে কালো মেঘের আভাস। সব জায়গায় না হলেও রাজ্যের কোথাও কোথাও ঝিরি ঝিরি কোথাও এক পশলা কোথাও একটু বড়ো বড়ো আকারের বারিধারা নেমে এসেছে। তাপদাহে দগ্ধ জীবনে কিছুটা হলেও যেনো স্নিগ্ধ পরশ অনুভূত হলো। জীবন যেনো গাইছে আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে গানের কলি। হে আকাশ হে প্রকৃতি বৃষ্টি দাও। দাও অমৃত বারিধারা। তবে সেই অতি বৃষ্টি নয় যে বৃষ্টি মানুষকে কাদায়