image 4
SHARE

image 4

উদয়পুরে প্রতিনিয়ত বেড়ে চলছে নেশাখোরদের বারবার অন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিলেও ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে উনারই স্বরাষ্ট্র দপ্তরের অধীন গোমতী জেলার রাধা কিশোরপুর থানায়। গতকাল দুপুর নাগাদ তিন যুবককে নেশা সামগ্রী সহ আটক করেছে পুলিশ। সেই খবর শোনা মাত্র রাধা কিশোর পুর থানায় ছুটে যাই আমাদের প্রতিনিধিদল। রাধা কিশোরপুর থানার পুলিশের কাছে তাদের নামধাম জানতে চাইলে পুলিশ আমতা আমতা করে কেটে পড়ে। সাংবাদিকদের কোন তথ্য না দিয়ে কোন কিছু না বলে চুপ করে থাকলো পুলিশ। বিশ্বস্ত সূত্রের খবর গতকাল দুপুর থেকে উদয়পুরের বিভিন্ন জায়গায় তল্লাশি জ্বালিয়ে তাদেরকে আটক করেছে পুলিশ। কি কারনে পুলিশ সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা না করে নেশাপুরদের পার পায়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। সূত্রের খবর রাধা কিশোর পুর থানার বিপরীত পাশে দালান ঘরের গাছের নিচে রফাদফার মাধ্যমে এই নেশাখুরদের গভীর রাতনাগদ ছেড়ে দেওয়া হয়। যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যুব সমাজকে বাঁচানোর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তেমন কি রাজ্যের অন্যান্য থানা গুলি একের পর এক সাফল্যের মুখ দেখিয়ে যাচ্ছে কোথাও নেশা কোথাও গাঁজা আবার কোথাও ফেনসিডিল উদ্ধার করে। কিন্তু তার বিপরীত উল্টো চিত্র দেখা যায় রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে আসামি ধরলেও রাফাতপার মাধ্যমে নেশাপুরদের পার পাইয়ে দিচ্ছে ওসি সহ তার অন্যান্য সহকর্মীরা। আদৌ কি উদয়পুর কে নেশা মুক্ত করতে পারবে রাধা কিশোরপুর থানার পুলিশ।

image 5

SHARE