কথায় আছে কর্ম ই ধর্ম। আর সেই কর্মে যদি নিষ্ঠা দায়বদ্ধতা সততা আর সঠিক লক্ষ্যে পৌছানোর একাগ্রতা থাকে তাহলে জয় নিশ্চিত। কথাগুলো বোধহয় ত্রিপুরা ষ্টেট রাইফেলেস বাহিনীর ক্ষেত্রে বললে ভুল হবে না। নিজেদের কর্মের প্রতি দায়বদ্ধতা প্রকাশের মাধ্যমে ই বর্তমান সময়ে রাজ্যের পাহাড় সমতল বাসীদের বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। আজ দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা র পাশাপাশি বাহিনীর ব্যবহৃত অস্ত্র গুলোকেও পরম শ্রদ্ধায় পূজিত করলো ত্রিপুরা ষ্টেট রাইফেলেস বাহিনীর জোয়ান রা। প্রতি বছরের মতো এবারও দেবশিল্পী ও বাহিনীর ব্যবহৃত অশ্র গুলোকেও পরম শ্রদ্ধা নিবেদন করলো পূজার মাধ্যমে। দেশ রাজ্য সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা র মাঝ দিয়ে কর্মের মাধ্যমে ই ধর্ম কে পালনের মতো মহত কাজ করে যাচ্ছেন ত্রিপুরা ষ্টেট রাইফেলেস বাহিনীর জওয়ানরা।