VOICE24 news VOICE 24 voice24 6 2
SHARE

আয়কর কাঠামোর পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খুব একটা বড়সড় কিছু পরিবর্তন করলেন না। আগেও ছ’টি ট্যাক্স স্ল্যাব ছিল। এখনও ছ’টি ট্যাক্স স্ল্যাব থাকল। সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্ল্যাবেরও হেরফের করা হয়নি। তিন লাখ টাকা এবং ১৫ লাখ টাকার স্ল্যাবটা অপরিবর্তিত হয়েছে। মধ্যবর্তী যে ট্যাক্স স্ল্যাবগুলি ছিল, সেগুলির ক্ষেত্রে হেরফের করেছেন সীতারামন। অনেকে আশা করেছিলেন যে আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হতে পারে।

যাঁদের করযোগ্য আয় ২০ লাখ টাকা বা ২৫ লাখ টাকার ঊর্ধ্বে হবে, তাঁদের ক্ষেত্রে আয়করের হার ৩০ শতাংশ করে ১৫ লাখ টাকা ঊর্ধ্বে থাকা করদাতাদের কিছুটা স্বস্তি দেওয়া হবে বলে আশা করেছিলেন অনেকে। তবে সেই পথে হাঁটেননি সীতারামন। ১৫ লাখ টাকার ঊর্ধ্বে ৩০ শতাংশ হারেই আয়কর দিতে হবে। তাহলে নতুন আয়কর কাঠামোয় কোন কোন স্ল্যাব থাকল, তা দেখে নিন।

নয়া আয়কর কাঠামো (এবার বাজেটে ঘোষণা করা হল)

১) ৩ লাখ টাকা পর্যন্ত: শূন্য।

২) ৩,০০,০০১ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা: ৫ শতাংশ।

৩) ৭,০০,০০১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা: ১০ শতাংশ।

৪) ১০,০০,০০১ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা: ১৫ শতাংশ।

৫) ১২,০০,০০১ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা: ২০ শতাংশ।

৬) ১৫ লাখ টাকার ঊর্ধ্বে: ৩০ শতাংশ।

নয়া আয়কর কাঠামো (এতদিন ছিল)

১) ৩ লাখ টাকা পর্যন্ত: শূন্য। 

২) ৩ লাখ ১ টাকা থেকে ৬ লাখ টাকা: ৫ শতাংশ। 

৩) ৬ লাখ ১ টাকা থেকে ৯ লাখ টাকা: ১০ শতাংশ। 

৪) ৯ লাখ ১ টাকা থেকে ১২ লাখ টাকা: ১৫ শতাংশ। 

৫) ১২ লাখ ১ টাকা থেকে ১৫ লাখ টাকা: ২০ শতাংশ। 

৬) ১৫ লাখ টাকার ঊর্ধ্বে: ৩০ শতাংশ।

পুরনো আয়কর কাঠামো

১) ২.৫ লাখ টাকা পর্যন্ত: শূন্য। 

২) ২,৫০,০০১ টাকা থেকে ৫ লাখ টাকা: ৫ শতাংশ। 

৩) ৫,০০,০০১ টাকা থেকে ১০ লাখ টাকা: ২০ শতাংশ। 

৪) ১০ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।


SHARE