TRIPURA NEWS
SHARE

আগরতলা : আর্থিক লেনদেনকে ঘিরে মদের আসরে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সকালে আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর ১৯ কার্ড এলাকার জঙ্গল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে খুনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর ১৯ কার্ড এলাকার স্হানীয় মানুষ জঙ্গলে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, মৃত যুবকের নাম সুরজিৎ শীল (২৫)। সুরজিৎ শীল সহ পাঁচজন ব্যক্তি জঙ্গল পরিষ্কারের কাজ পেয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর রাতে জঙ্গলে তারা সবাই মদের আসরে বসেছিলেন। ওই সময় লেনদেনকে ঘিরে পাঁচজনের মধ্যে বচসা শুরু হয়েছিল। পরর্বতী সময়ে ওই আসর থেকে লেনদেনকে ঘিরে বাবুল আচার্য্য (৩২) সুরজিৎ শীলের শরীরে দা দিয়ে আঘাত করে।

তাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুরজিৎ। ওই সময় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় মূল অভিযুক্ত বাবুল আচার্য্যকে গ্রেফতার করা হয়েছে। সে খুনের বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।


SHARE