বাগদায় অবাধ ছাপ্পা
( বাগদায় অবাধ ছাপ্পা )
SHARE

উপ নির্বাচনেও অবাধ ছাপ্পা! বাগদার ১৮৮ নম্বর বুথের ঘটনা। ঘটনার প্রতিবাদ করায় ভাঙচুর করা হল বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের গাড়ি। এমনকি তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এমনকি সংবাদমাধ্যমের একাধিক গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী। প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের (Election Commission of India) ভূমিকা। পুরো ঘটনার খোঁজ নিচ্ছে নির্বাচন কমিশন। বাগদা (Bagda By Election 2024) সহ রাজ্যের একাধিক আসনে আজ বুধবার উপ নির্বাচন চলছে। সকাল থেকে একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে।

কোথাও বুথ দখল তো কোথাও বিজেপি প্রার্থীর উপর হামলা। এমনকি খাস কলকাতায় অর্থাৎ মানিকতলা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে। আর এর মধ্যেই বাগদায় দফায় দফায় একাধিক বুথে ছাপ্পার অভিযোগ সামনে আসে। তেমনই ১৮৮ নম্বর বুথে অবাধ ছাপ্পার অভিযোগ শুনে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। দেখা যায়, বুথের মধ্যে একাধিক বহিরাগত বসে রয়েছেন।

এমনকি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীও বুথের মধ্যে বসে রয়েছেন বলেও দেখা যায় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। কার্যত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই কাজ চলছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করলেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে


SHARE