আমাদের নিরাপত্তার জন্য তৈরি হয় নানাবিধ ট্রাফিক আইন। আর এই ট্রাফিক আইন না মানলে ট্রাফিক পুলিশ চালান কাটে জরিমানা হিসেবে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ উচ্চ আদালত ট্রাফিক আইনে একটি নতুন ধারা যুক্ত করেছে। আর এই নতুন নীতি অনুসারে, যে কোনও দু-চাকার গাড়িতে বাইক হোক বা স্কুটার চালক ও আরোহী দুজনকেই হেলমেট পরতে হবে।
১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম
অন্ধ্রপ্রদেশ উচ্চ আদালতের এই নতুন নিয়ম বিশাখাপত্তনম রাজ্যের জন্য কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর। দেশের বড় বড় শহরে আগে থেকেই এই নিয়ম কার্যকর আছে। দেশের রাজধানী দিল্লিতেও এই নিয়ম কার্যকর রয়েছে, এই নিয়ম না মানা হলে ট্রাফিক পুলিশ বাইক চালকের বিরুদ্ধে জরিমানা রুজু করতে পারেন। বিশাখাপত্তনমে এই নিয়ম না মানলে দিতে হবে ১০৩৫ টাকার জরিমানা।
কী এই ট্রাফিক নিয়ম
আপনি যদি একটি গাড়ি বা বাইক যেখানেই চড়ুন না কেন, আপনার জন্য ট্রাফিক আইন প্রযোজ্য হবে। রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে এই নিয়ম আপনাকে মানতে হবে। রাস্তা দিয়ে খুব সাবধানে গাড়ি বাইক চালানোই উচিত। আর এই নিয়ম না মানলে রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
বাইক বা স্কুটারের মত টু-হুইলার চালানোর সময় আরোহী ও চালক দুজনকেই হেলমেট পরতে হবে ভাল করে। হেলমেট পরার সঙ্গে সঙ্গে এই হেলমেটের গুণমানও যাচাই করে নেওয়া জরুরি। শুধুমাত্র আইএসআই চিহ্ন দেওয়া হেলমেটই পরা বাধ্যতামূলক।
চার চাকার গাড়ি চালালে সামনের সিটে যে দুজন বসবেন তাদের দুজনকেই সিট বেল্ট বেঁধে রাখতে হবে। সিট বেল্ট বেঁধে রাখাটা রাস্তায় দুর্ঘটনার হাত থেকে বাঁচার অন্যতম উপায়। সিট বেল্ট পরা না থাকলে গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যদিও জানান পাওয়া যায়।