Untitled design 2
SHARE

Untitled design 2

আজ সকাল থেকে যে খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আগরতলা শহরের একদম প্রাণকেন্দ্র মেলার মাঠ থেকে বিশিষ্ট সাউন্ড ব্যবসায়ী গৌতম সাহা গতকাল রাত থেকে নিখোঁজ। অবাক করার বিষয় যেখানে গৌতম সাহার বাড়ি থেকে এক থেকে দেড় কিলোমিটার এর মধ্যে একটি থানা ও একটি আউটপোস্ট রয়েছে। সাথে রয়েছে স্মার্ট সিটির রাস্তায় লাগানো ক্যামেরা। তাহলে কিভাবে ব্যবসায়ী গৌতম সাহা নিরুদ্দেশ হলো শহর থেকে। যদিও পুলিশ তদন্ত করছে তদন্তকালে কিছু সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে বাড়ি থেকে গৌতম বাবু বেরিয়ে হজ ভবন অব্দি সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে গৌতম বাবুকে। বাকি জায়গায় কোথায় কোথায় ক্যামেরা আছে সব খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু প্রশ্ন হল গৌতম বাবুকে লাস্ট যখন দেখা গিয়েছে ক্যামেরায়। তারপর একটি লাল রঙ্গের থার গাড়ি দ্রুত বেগে যেতে দেখা গেছে সে রাস্তায়। স্মার্ট সিটির ক্যামেরা রাস্তায় লাগানো আছে সেই ক্যামেরাগুলো থেকে কি গাড়ির নাম্বার সংগ্রহ করা যেতে পারেনা?? পুলিশকে সেই বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশ বলে তদন্ত চলছে। প্রায় ১৬ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেল এখনো পুলিশ কোন কিছু বের করতে পারল না। তবে জিজ্ঞাসাবাদ এর জন্য প্রতাপগড় কাটা শেওলা এলাকার রাকেশ সাহাকে আটক করেছে। গৌতম সাহা ও রাকেশ সাহা একসময় একসাথে কাজ করতো। মাঝে টাকা ভাট বাটোয়ারা নিয়ে দুজনের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। গত দুদিন আগে আগরতলা শহরের একটি বনিধি ক্লাবের কাজ নিয়ে দুজনের মধ্যে বাক বিতন্দ্র হয়। তারপর গৌতম সাহা সেই কাজ ছেড়ে দেয়। অন্য জায়গায় কাজ নিয়ে নেয়। এখন দেখার বিষয় পুলিশের তদন্ত কতটুক এগিয়ে যায় গৌতম সাহা কে উদ্ধারের ক্ষেত্রে। জনমনে গুঞ্জন চলছে শহরে আমরা সুরক্ষিত তো ???


SHARE