সাব্রুম মহকুমা বাসীর ভালোবাসার শতবর্ষের প্রাচীর দৈত্যশ্বরী কালীবাড়ী মায়ের কোটি টাকার স্বর্ণালংকার নিয়ে বিরাট প্রশ্নের মুখে! ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি জোট সরকার আসার পর সাব্রুম দৈত্যশ্বরী কালীবাড়ী দায়িত্বে নতুনভাবে অর্পিত হয় ৪০ সাব্রুম মন্ডলের রাষ্ট্রবাদী যুবনেতা সৈকত রায় চৌধুরী ওরুপে রাজা। মায়ের দীর্ঘ দশকের সাধারণ জনগণের দান করা শতকোটি টাকার স্বর্ণালংকার রাষ্ট্রবাদী নেতার ঘরে গচ্ছিত। সাব্রুমের সকল অংশের জনগণের প্রশ্ন মায়ের কোটি টাকা স্বর্ণালংকার ব্যাংকের এবং মহকুমা শাসকের ট্রেজারিতে না রেখে কিভাবে কি করে কমলার জোতের সাত নং ওয়ার্ডের প্রবীণ বাসিন্দার রনজিৎ রায় চৌধুরী বাড়িতে তথা কুখ্যাত মাফিয়া রাজা রায় চৌধুরীর বাড়িতে রাখলেন। আজ এই খবর সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে গুঞ্জন শুরু হয়েছে সর্বত্র এখন দেখার বিষয় প্রশাসন মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় কিনা। মন্দিরের অর্থ ও স্বর্ণালংকার যেন এখন থেকে ব্যাংকে অথবা মহাকুমার শাসকের নিকট গচ্ছিত থাকে এটাই চাইছে সাবরুম বাঁশি।