রাজ্যের প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা নিরসন করা বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই মানুষের কল্যাণে নিরন্তর কাজ করছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এই সরকার। কোন সমস্যা হলে সকলের মিলিত প্রচেষ্টায় সেটা সমাধান করা হবে। কারণ এই সরকার সবাইকে নিয়ে একসাথে চলতে চায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধারাবাহিক কার্যক্রম “মন কি বাত” এর ১১৩ তম সংস্করণ সম্প্রসারণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ৭ রামনগর মন্ডলের উদ্যোগে রাজধানীর বিজয়কুমার বালিকা বিদ্যালয়ের হলঘরে আয়োজিত অনুষ্ঠানে এই মহতী কার্যক্রম শ্রবন করেন তিনি।
এই কার্যক্রমে যোগদান করে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ইন্দ্রনগরের সাহসী যুবক চিরঞ্জিত দের সাহসিকতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে জলে নেমে অন্যদের উদ্ধার করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন ৩০ বছরের এই যুবক। আজ তার বাড়িতে আমি গিয়েছি। তার মা বাবাও শারীরিকভাবে অসুস্থ। তাদের সান্তনা দেওয়ার মতো ভাষা ছিল না। আমি তার মা বাবাকে বলেছি আপনাদের ছেলেকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। ও যেখানে থাকুক ভালো থাকুক। ওর আত্মার সদগতি কামনা করি। ও যে কাজ করে গিয়েছে তাকে সারা জীবন মানুষ মনে রাখবে। রাজ্য সরকার তাদের পরিবারের পাশে থাকবে। আমাদের ত্রিপুরায় এমনও মানুষ রয়েছেন যারা নিজের জন্য চিন্তা করে না
অন্যের জন্য চিন্তা করে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের বাড়ি গিয়ে সত্যি ভারাক্রান্ত হয়েছি। তবে গর্বও অনুভব করেছি যে আমাদের দেশে এমন মানুষও রয়েছেন যারা অন্যের জীবন রক্ষায় নিজের জীবন বলিদান দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মন কি বাত কার্যক্রমে অনেক কথা বলেছেন। তিনি বিভিন্ন অজানা বিষয় ও তথ্য আমাদের কাছে উত্থাপন করেন। গোটা ভারতবর্ষকে একসূত্রে বাঁধবার জন্য এই কাজ করছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করে প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত কার্যক্রমে সবার কাছে এসব বিষয় তুলে ধরেন তিনি।