SHARE

WhatsApp Image 2024 11 20 at 16.53.12 0c347a12

রাজ্যের আইটিআইগুলির আপগ্রেডেশনের জন্য আজ মুখ্যমন্ত্রীর সাথে টাটা গ্রুপের মৌ স্বাক্ষর হয় ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন (TIFT)-এর অফিসে। আগামী দিন রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নত মানের টেকনিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজ্যের সমস্ত আইটিআই গুলাতে দুজন করে টাটা গ্রুপের দক্ষ শিক্ষক থাকবেন সাথে আমাদের রাজ্যের শিক্ষকরা ও থাকবে। এতে করে আইটিআই থেকে প্রশিক্ষণ নিয়ে রাজ্য এবং বহিরাজ্যে অনেক কোম্পানিতে চাকরি পেতে পারে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা। সারাদেশের সাথে আমাদের রাজ্যের ছেলেরাও অত্যাধুনিক মোটরযানের কাজ শিখে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। আমাদের রাজ্যে যে সকল শিক্ষকরা এখন রয়েছে আইটিআই গুলাতে তারাও প্রশিক্ষণ নেবে টাটা গ্রুপের শিক্ষকদের কাছ থেকে। এতে করে আমাদের রাজ্যের শিক্ষকদেরও মান উন্নয়ন হবে। ত্রিপুরায় টাটা গ্রুপের এই প্রজেক্ট কিন্তু রতন টাটার একটা গ্রীন প্রজেক্ট ছিল। আজ যা বাস্তবে রূপ নিচ্ছে। টাটা গ্রুপ প্রশিক্ষণ শেষে অনেক ছেলেমেয়েদের তাদের বিভিন্ন প্রজেক্টে নিয়ে যাবে। আজকের এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী সান্তনা চাকমা। মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা। সহ টাটা গ্রুপের বিভিন্ন সদস্যরা।

https://youtu.be/udOnPsuNg8I

SHARE