হাতে আর মমাত্র কয়েক দিন বাকি। এর পরেই মহালয়ার পূণ্য লগ্নে দেবী পক্ষের শুরু। অশুভ শক্তিনাশিনী দেবী দুর্গা আসবেন আমাদের ঘরে। মায়ের আগমন ঘিরে চারিদিকে বেজে উঠেছে মঙ্গল শঙ্খ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে মন্ডপে মন্ডপে মায়ের প্রতিমা আনার কাজ। মৃৎশিল্পীদের শৈল্পিক দক্ষতায় বিভিন্ন রুপে উদ্ভাসিত দেবী দুর্গার প্রতিমা মৃৎশিল্পীদের ঘর ছেড়ে চলেছেন পূজার জায়গায় জায়গায়।
এখন অন্য এক সময় চলছে। বন্যা প্রচন্ড দাবদাহ কোথাও বা ভূমিধ্বস। এক তমসা ঘন অশুভ শক্তি যেনো গ্রাস করে নিতে চাইছে সব কিছু। মানুষের হৃদয় জুড়ে উৎকন্ঠা আর বিমর্ষ তা। এই সময়ে অশুভ শক্তিনাশিনী দেবী দুর্গার কাছে সবার প্রার্থনা হে মা তুমি শুভ শক্তির প্রকাশ করো। আমাদের আশীর্বাদ করো আমরা যাতে শান্তি ও ঐক্যের মাঝ দিয়ে তোমায় পূজা করতে পারি।।