ভিআইপি বলে কি দূর্ঘটনায় যুবককে পিষে মারার অপরাধে আইনের আওতায় আসবেন না? উদয়পুরে ভিআইপি’র গাড়ি ও এসকর্ট গাড়ি দূর্ঘটনায় বেঘোরে জীবন হারানো যুবকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মৃত যুবক পীযূষ দেবনাথের পরিবারকে পর্যাপ্ত অর্থনৈতিক ও অন্যান্য সরকারী সাহায্য দেওয়ার দাবিতে উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশান প্রদান করলো ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটি। আধিকারিক প্রতিনিধিদের আশ্বস্থ করেন প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণ করবেন।
উল্লেখ্য রাজ্যের সাধারণ মানুষ-সহ সর্বস্তরের জনগণ অবগত আছেন গত ৩১ অক্টোবর, ২০২৪ তারিখে আনুমানিক রাত নয়টা নাগাদ রাধাকিশোরপুর থানাধীন গকুলপুর এলাকার আগরতলা- উদয়পুর জাতীয় সড়কে ভিআইপি গাড়ির ধাক্কায় উদয়পুর টেপানিয়া এলাকার যুবক পীযূষ দেবনাথ (পিতা-পরিমল দেবনাথ, টেপানিয়া, উদয়পুর)-এর মৃত্যু হয়। ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটি এদিন ডেপুটেশানের স্মারকলিপিতে জানায়, অকস্মাৎ যেকোন দূর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু দূর্ঘটনা ঘটে যাওয়ার পর আহত ব্যক্তিকে হাসপাতাল পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সামাজিক ও মানবিক দায়িত্ব। কিন্তু ঐদিন যে ভিআইপি গাড়ি দুর্ঘটনায় পীযূষ দেবনাথ মারাত্মক ভাবে প্রথমে আহত হয়েছিল তাকে চিকিৎসা পরিষেবা দিতে ভিআইপি কোন ভূমিকা নেননি, এমনকি ভিআইপি গাড়ি এবং তার এসকর্ট দাঁড়াই নি বলেই অভিযোগ। আরো অভিয়োগ যুবকটি এসকর্ট গাড়ি ও ভিআইপি গাড়ির চাকায় পিষ্ট হয়ে পরবর্তীতে হাসপাতালে মৃত্যু হয়। ভিআইপি-দের এরকম ভূমিকা চূড়ান্ত অমানবিক। সংগঠন মহকুমা পুলিশ আধিকারিকের কাছে দাবি জানিয়েছে গোটা ঘটনার তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে এবং দূর্ঘটনায় মৃত যুবক পীযূষ দেবনাথের পরিবারকে পর্যাপ্ত প্রয়োজনীয় আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দিতে হবে।
মঙ্গলবার ডেপুটেশানের স্মারকলিপির সাথে তুলে দেওয়া হয় মৃত পীযূষ দেবনাথের স্ত্রী সুস্মিতা গোস্বামী দেবনাথ রাধাকিশোরপুর থানায় যে লিখিত অভিযোগ জানিয়েছেন তার প্রতিলিপিও। মৃতের স্ত্রী’র করা লিখিত অভিযোগে স্পষ্টত উল্লেখ রয়েছে পীযূষের স্কুটিতে প্রথমে ধাক্কা দেয় ভিআইপি’র এসকর্ট গাড়ি। রাস্তায় ছিটকে যাওয়ার পর পীযূষের উপর দিয়ে যায় ভিআইপি’র গাড়ি। এতে পীযূষের মাথা থেঁতলে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। সুস্মিতা দেবী লিখিত অভিযোগে উল্লেখ করেন ভিআইপি-টি ছিল লোকায়ুক্ত। ডেপুটেশানে গোটা ঘটনার দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি জানায় ডিওয়াইএফআই। এদিন ডেপুটেশানের প্রতিনিধি দলে ছিলেন ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্ত্তী, যুবনেতা সোমরাজ চৌধুরী, বাদল মালাকার ও অজিত পাল।