pakistan shoot out 2024 08 3ca046b2a8264f53a01196fa18a46883 3x2 1
SHARE

বাস থেকে যাত্রীদের নামিয়ে সোজা গুলি চালিয়ে দিল আততায়ীরা। ঘটনায় প্রায় ২৩ জনের প্রাণ গিয়েছে। আহত আরও অনেক যাত্রী। বাস থেকে নামিয়ে পরিচয় পত্র দেখতে চাওয়া হয়েছিল যাত্রীদের, এমনই খবর। এর পরেই তাঁদের গুলি করা হয়। সোমবার পাকিস্তানের বালোচিস্তানে এমন ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য বিশ্বে। আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। নিহতদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা যায়।

সূত্রের খবর, হামলাকারীরা মুসাখেল জেলার আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে, যাত্রীদের ট্রাক ও বাস থেকে নামিয়ে দেয় এবং ১০টি গাড়িতে আগুন দেয়।

সহকারী কমিশনার নজীব কাকার পাকিস্তানি সংবাদপত্রকে জানিয়েছেন, যে নিহতরা সকলেই পাঞ্জাব প্রদেশের। মৃতদেহগুলিকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। আহতদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রতিশ্রুতি দেন যে প্রাদেশিক সরকার সন্ত্রাসীদের এবং তাঁদের সহযোগীদের বিচার নিশ্চিত করা হবে।


SHARE