ভারতীয় জনতা পার্টিতে চলছে পুরস্কারের মাধ্যমে সদস্য পদ সংগ্রহ অভিযান। যা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছে ত্রিপুরা রাজ্যে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেক বুথ প্রেসিডেন্টদের এই মেসেজটুকু পাঠানো হচ্ছে। এই বিশেষ পুরষ্কারে থাকছে নগদ টাকা, স্মার্ট ওয়াচ, মন্ডল সভাপতি ও প্রদেশ সহ-সভা নেত্রীর সাথে সোনার তরী হোটেলে ডিনার। শ্রী শ্রী অনুকুল ঠাকুর বলেছিলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমরা সনাতন ধর্ম বলিরা সব সময় মনীষীদের বলা কথা অনুসর্গ করে চলে থাকি। কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শটা ও সেই পথেই চলে। কিন্তু ৬ আগরতলা মন্ডলে তার ব্যতিক্রম কিভাবে হয়ে গেল?? পার্টির আদর্শকে ছেড়ে দিয়ে পুরস্কারের পেছনে ও নেতা-নেত্রীদের সাথে ডিনারের পেছনে দৌড়াচ্ছে কার্যকর্তারা। এভাবে কি ধরে রাখতে পারবে পদ্মা বাগান। কিছু নেতা-নেত্রী মাঠে কাজ না করে ফসল ফলাতে চাইছে পুরস্কারের মাধ্যমে। নিজের গদি ধরে রাখতে চাইছে। এখন দেখার বিষয় প্রদেশ বিজেপি কি ব্যবস্থা নেয় নেতাদের বিরুদ্ধে।
ভারতীয় জনতা পার্টি ৬ আগরতলা মন্ডল অন্তর্গত সক্রিয় সদস্যদের জন্য বিশেষ ঘোষণা, যারা ইতিমধ্যেই সক্রিয় সদস্য হয়ে গেছেন অথবা ২৫ তারিখের মধ্যে ১০০ সদস্য বানিয়ে সক্রিয় সদস্য অর্জন করবেন তাদের জন্য রয়েছে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ উপহার।
1) ১০০ থেকে ১৪৯ সংখ্যায় থাকছে পুজোর জন্য দারুন একটি উপহার
2) ১৫১ থেকে ১৭৫ সংখ্যায় থাকছে উপহার সঙ্গে নগদ ১০০০ টাকা
3) ২০০ সংখ্যায় থাকছে ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ
4) ৩০০ সংখ্যায় থাকছে ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ সঙ্গে মন্ডল প্রেসিডেন্ট হীরালাল দেবনাথ এবং প্রদেশ সহ সবানেত্রী পাপিয়া দির সঙ্গে হোটেল সোনার তরীতে ডিনার।
সময়সীমা 25-9-2024 থেকে 29-9-2024 ইংরেজি পর্যন্ত