Snapshot 19
SHARE

Snapshot 19

উদয়পুর মহকুমা শাসক এর নির্দেশে enforcement team সেন্ট্রাল রোড ও Matabari এলাকায় অভিযান চালায়।।উক্ত অভিযানে খাদ্য দপ্তর, ওজন বাটখারা দপ্তর, ফুড Safety officer এবং উদয়পুর পুর নিগমের টাস্ক ফোর্স যৌথ ভাবে অভিযান চালায়।সেন্ট্রাল রোড স্তিত মা লক্ষ্মী শপ,বীরেন্দ্র stores এবং মেসার্স গৌতম সাহা র দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ও মশলার প্যাকেট পাওয়া যায়।। এছাড়াও একটি দোকানে দেখা যায় ওজন বাটখারা সঠিক নয়।সেন্ট্রাল রোড স্টিত বেশ কয়েকটি ফলের দোকানে হানা দিয়ে ফুড Safety officer দেখতে পান প্যাকেট জাত খেজুর এর গুণগত মান খুব ই খারাপ এবং প্যাকেটিং লাইসেন্স ছাড়া নিজে প্যাকেট করছেন।।বেশ কয়েকটি দোকানে দেখা গেছে ফুড Safety সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নেই।। আলু পেয়াজের ব্যাবসায়ী বিপ্লব সাহার দোকানে কাগজপত্র,মেমো যাচাই করে দেখা গেছে পেঁয়াজের পাইকারী মূল্য 6।.50 থেকে 62 টাকা প্রতি কেজি এবং আলু 32 টাকা প্রতি কেজি।।খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এই হিসেবে খুচরো মূল্য বেশি নিলে উক্ত দোকানদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।। এরপর enforcement team Matabari এলাকায় বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করেন।।উক্ত পরিদর্শনে মনোরঞ্জন নিরামিষ হোটেল এ কিছু অসঙ্গতি পাওয়া যায়।। এব্যাপারে ফুড safety officer প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।। অবাক করার বিষয় হল উৎসব আসলেই পরিযায়ী পাখিদের মত বিভিন্ন দপ্তর উড়ে আসে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য। এরকম ব্যবস্থা আর কতদিন চলবে।। আজকের এই অভিযানে ফুড Safety officer মিলন মন্ডল,খাদ্য দপ্তরের পক্ষে দেবজ্যোতি চক্রবর্তী, লিটন দাস, বাবুল দেবনাথ, ওজন বাটখারা দপ্তরের বিকাশ সেন, UMC র টাস্ক ফোর্সের সদস্যরা ছিলেন।।আধিকারিকরা জানিয়েছেন দপ্তরের নিজস্ব কাজের পাশাপাশি এই ধরণের অভিযান জারী থাকবে।


SHARE