সত্যিই কি। চার অক্ষরের ছোটো দুটি শব্দ। ছোটো অথচ শব্দ দুটির মাঝে অসীম ব্যাপ্তি। লুকিয়ে আছে অনেক প্রশ্ন প্রচুর জিজ্ঞাসা। যা অনেক অজানা কে জানার হাতিয়ার হিসেবে ও ধরে নেয়া যায়। বর্তমান সময়ে রাজ্যের জন আলোচনায় কান পাতলেই শোনা যায় সত্যিই কি শব্দ দুটি। সূত্র বলছে আজকাল নাকি জন আলোচনায় শোনা যাচ্ছে রাজ্যের মন্ত্রী সভা থেকে দুজন মন্ত্রী নির্বাসনে যাচ্ছেন। কথাটি সত্যিই কি। শোনা যাচ্ছে যে দুজন মন্ত্রী নির্বাসনে যাচ্ছেন তারা নাকি তাদের রাজনৈতিক জীবনে নতুন জায়গা পেয়েছিলেন। প্রশ্ন উঠেছে এরা কারা এবং কেনো মন্ত্রী সভায় জায়গা পেয়েও হারাতে চলেছেন ও কেন তাদের এই পরিণতি। যদি আলোচনার বিষয় টি সত্য হয় তবুও প্রশ্ন জন আলোচনায় তবে কি রাজ্য মন্ত্রী সভার অলিন্দে কোনো কিছু কাজ করছে। নাকি যে মন্ত্রী দুজন অপসারিত হতে পারেন তাদের কাজকর্মে কোনো ব্যাতিক্রম রয়েছে। অথবা স্বাভাবিকভাবেই তারা বাদ পরতে চলেছেন। পাশাপাশি কিন্তু এই শুণ্য জায়গা পূরণে যার নাম উঠে আসছে তিনি নাকি ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের ও জনমনে নিজ কর্মের ও নিজের সদ ব্যবহারের মাধ্যমে নিজের ভীত কে পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি নাকি জন হিতে কাজ করে জনমনে জায়গা করে নিয়েছেন। সূত্র বলছে শারদোৎসব এর পরেই নাকি এইসব প্রশ্নের জবাব জন সম্মুখে উঠে আসতে চলেছে। অতএব অপেক্ষাই শ্রেয়।