ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়ছে না ত্রিপুরায়। আজ আগরতলা হাওয়া অফিস থেকে এমনটাই জানানো হয়েছে। ডানার প্রভাব পড়ছে পশ্চিমবাংলা ও উড়িষ্যায়। যদিও আজ পশ্চিমবাংলা থেকে ৫৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ডানা আগামী ২৪ ও ২৫ তারিখে পশ্চিম বাংলা ও উড়িষ্যায় এসে তার প্রভাব বিস্তার করবে বলে মনে করছে হাওয়া অফিস। ত্রিপুরা রাজ্যের বিশেষ করে সিপাহী জলা ডিস্ট্রিক্ট ও দক্ষিণ ত্রিপুরার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি ডিস্ট্রিক্টগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে ডানার মোকাবেলা করার জন্য। বিশেষ করে এনডি আর এফ, সিভিল ডিফেন্স, এনসিসি, টিএসআর, প্রত্যেক জায়গায় তৈরি রেখেছে রাজ্য সরকার। হাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে দীপাবলীর আনন্দে কোন ভাটা পড়বে না ত্রিপুরা রাজ্যে।